শীতে জবুথবু বানর

>হাড়–কাঁপানো শীত। বৃষ্টির পর সূর্যের আলোর দেখা মিলেছে সামান্য। ঠান্ডায় জবুথবু প্রাণিকুল। কীভাবে থাকলে শীত থেকে রক্ষা পাওয়া যাবে, বুঝতে পারছে না বানরগুলো। রাঙামাটি শহরের রাজবনবিহার এলাকার ছবি নিয়ে আজকের ছবির গল্প।
১ / ৮
একটু উষ্ণতার খোঁজে
একটু উষ্ণতার খোঁজে
২ / ৮
রোদে আয়েশ করা
রোদে আয়েশ করা
৩ / ৮
একটু ঘুমিয়ে নেওয়া
একটু ঘুমিয়ে নেওয়া
৪ / ৮
উদাস হয়ে বসে থাকা
উদাস হয়ে বসে থাকা
৫ / ৮
রোদ পোহানো
রোদ পোহানো
৬ / ৮
সঙ্গীদের জন্য অপেক্ষা
সঙ্গীদের জন্য অপেক্ষা
৭ / ৮
মিলে গেল সঙ্গী
মিলে গেল সঙ্গী
৮ / ৮
খাবার পেয়ে রক্ষা
খাবার পেয়ে রক্ষা