মা-বোনের জন্য নিরাপদ ঢাকা গড়ব: তাপস

গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় শেখ ফজলে নূর তাপস বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা
গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় শেখ ফজলে নূর তাপস বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা

মেয়র নির্বাচিত হলে নিরাপদ ঢাকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘যখন আমরা দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কোনো বোন ধর্ষণের শিকার হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই ঢাকা শহরে যাতে আমাদের মা-বোনেরা, খালা-চাচীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, কর্মসংস্থানে যেতে পারে, আমরা সেই ঢাকাই গড়ে তুলব।’

আজ মঙ্গলবার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে যুবলীগ আয়োজিত মতবিনিময় সভায় শেখ ফজলে নূর এসব কথা বলেন।

ঢাকার উন্নয়নের জন্য এখন সঠিক নেতৃত্ব দরকার উল্লেখ করে তিনি বলেন, সময় হয়েছে ঘুরে দাঁড়াবার, নতুন পথে যাত্রা শুরু করার। অনেক সময় পেরিয়ে গেছে, অনেক অবহেলা, গাফিলতিতে ঢাকা অপরিকল্পিত নগরী হয়ে গেছে। দূষণে আক্রান্ত নগর হয়ে গেছে। ঢাকাকে বাঁচিয়ে তুলতে হবে। ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হবে।

যোগ্য মেয়রকে নির্বাচিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সুযোগটাকে কাজে লাগানোর আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রার্থী। তিনি বলেন, ‘ঢাকার ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরা হবে। বায়ুদূষণমুক্ত করব। সৌন্দর্য বর্ধন করব। ঢাকার প্রতিটি ওয়ার্ডে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব। আমাদের মা-বোন ও এলাকার মুরব্বিদের জন্য হাঁটার ব্যবস্থা করব। সচল ঢাকা করতে আমাদের পরিবহন ব্যবস্থাকে পুনর্বিন্যাস করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব।’

দিনের ২৪ ঘণ্টা দক্ষিণ সিটি করপোরেশন জনগণের জন্য কাজ করবে জানিয়ে শেখ ফজলে নূর বলেন, ডেঙ্গুর মহামারি হওয়ার পর কেউ ফগার মেশিন নিয়ে যাবে না। মশা নিধন দিনের প্রথম দিন থেকে করা হবে। উন্নত ঢাকা হবে মহাপরিকল্পনার আওতায়। ৩০ বছর মেয়াদি মহাপরিকল্পনা করে উন্নত ঢাকা গড়ে তোলা হবে। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী। আর সেই উন্নত বাংলাদেশের জন্য উন্নত রাজধানী প্রয়োজন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, এটা কোনো মামুলি নির্বাচন নয়, এটা হচ্ছে রাজনৈতিক যুদ্ধ। যদিও বিএনপি ইতিমধ্যে পরাজয় বরণ করে নিয়েছে। ভোটের আগেই কারচুপির কথা বলে বেড়াচ্ছে। তবুও শত্রুকে দুর্বল ভাবা যাবে না। প্রত্যেকের কাছে গিয়ে তাপসের জন্য ভোট চাইতে হবে। মন জয় করে ভোট আনতে হবে, ভোট ভিক্ষা করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস। সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান।