গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

শেরপুর সদর উপজেলায় বেলুন ফোলাতে গিয়ে সেটি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার সাপমারী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. শাওন (৬)। সে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের শেখ ফরিদের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে শাওন একটি বেলুন কেনে। বেলুনটি ফোলানোর সময় অসাবধানতাবশত সেটি তার গলায় ঢুকে আটকে যায়। পরে তার মা-বাবা অনেক চেষ্টা করেও গলায় আটকে যাওয়া বেলুনটি বের করতে ব্যর্থ হন। পরে এলাকাবাসীর সহায়তায় শাওনকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় বেলুন আটকে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ভাতশালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিনা বেগম প্রথম আলোকে বলেন, সকালে শিশুটি হরেক রকম পণ্য বিক্রয়কারীর কাছ থেকে একটি বেলুন কিনেছিল। ফুঁ দিয়ে ফোলানোর সময় বেলুনটি তার গলায় আটকে যায়। এতে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনা সম্পর্কে জেনেছেন। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ জানায়নি।