ঘুষ নিতে গিয়ে ধরা খাদ্য কর্মকর্তা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঘুষ নেওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা ফুড ইন্সপেক্টর মো. ইলিয়াস হোসেনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুদক খুলনার একটি দল ওই কর্মকর্তার অফিস থেকে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ঘুষের এক লাখ টাকা উদ্ধার করা হয়।

দুদক খুলনার সহকারী পরিচালক তরুণ কান্তি মণ্ডল খাদ্য কর্মকর্তাকে আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তরুণ কান্তি মণ্ডল বলেন, ডুমুরিয়ার আঠারোমাইল বাজারে এম এ জামান অটো রাইস অ্যান্ড প্রসেসিং মিলের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান নামের এক ব্যবসায়ীর কাছ থেকে সরকারি চালের কেজিপ্রতি ৩ টাকা হারে ঘুষ দাবি করেন খাদ্য কর্মকর্তা ইলিয়াস। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পেতে তাঁকে ধরা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।