খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. খোরশেদ মিয়াকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার খোরশেদ ছয় বছরের এক শিশুকে বেড়ানোর কথা বলে নিয়ে যান। পরে শিশুটিকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেন। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে এ ঘটনা জানায়। শিশুটির মা বাদী হয়ে খোরশেদ মিয়াকে আসামি করে মহালছড়ি থানায় মামলা করেন। পুলিশ ৪ জুলাই খোরশেদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত এ রায় দেন। অল্প সময়ের মধ্যে রায় হওয়ায় আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে বলে তিনি মন্তব্য করেন।