স্ত্রী-মেয়েসহ সাউথ বাংলার চেয়ারম্যানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন এবং তাঁর স্ত্রী ও মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিষেধাজ্ঞার চিঠিতে দুদক বলেছে, ঋণ জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য-প্রমাণ পাওয়ায় এ চিঠি দেওয়া হয়েছে।

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন এস এম আমজাদ হোসেনের স্ত্রী সুফিয়া আমজাদ ও তাঁর মেয়ে তাজরি।

আজ বৃহস্পতিবার পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠানো চিঠিতে বিদেশযাত্রা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দুদক। অনুসন্ধান দলের প্রধান ও সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের সই করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁরা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।