কর্মকর্তাদের ওপর ক্ষোভ ঝাড়লেন দুদক চেয়ারম্যান

ইকবাল মাহমুদ। ফাইল ছবি
ইকবাল মাহমুদ। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ওপর নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অনুসন্ধান, মামলা, তদন্তসহ নানা বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের ওপর তাগিদ দেন তিনি। বছরের শুরুতেই কাজের বিষয়ে সতর্ক করা হচ্ছে মন্তব্য করে চেয়ারম্যান বলেন, ‘গুনে গুনে হিসাব নেওয়া হবে। কেউ ব্যর্থ হলে জবাবদিহি করতে হবে এবং শাস্তি পেতে হবে।’

দুদক সূত্র জানায়, আজ সকালে কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের সভাপতিত্বে কমিশনের সমন্বয় সভা শুরু হয় সকাল ১০টায়। সভা চলার সময় হঠাৎ করেই বেলা সাড়ে ১১টায় সেখানে উপস্থিত হন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। চেয়ারম্যান নিজ দপ্তরে বসেই যে সভাটি মনিটরিং করছিলেন, সেটি কারও জানা ছিল না। বৈঠকে উপস্থিত হয়েই কাউকে সুযোগ না দিয়ে মাইক্রোফোনটি নিয়ে কমিশনের সচিব, সব মহাপরিচালক ও পরিচালকদের উদ্দেশ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, ‘আমি ব্যথিত, ক্ষুব্ধ এবং দুঃখিত। আপনারা কি আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করছেন? আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণেই নির্ধারিত সময়ে অভিযোগের অনুসন্ধান ও তদন্ত শেষ করা সম্ভব হচ্ছে না।’

দুদক চেয়ারম্যান প্রশ্ন করেন, কীভাবে কমিশনে ত্রুটিপূর্ণ প্রতিবেদন উপস্থাপিত হয়। এর ফলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে দুদকের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দুদককে একটি একটি গণ প্রতিষ্ঠান উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ‘জনগণের কাছে দুদকেরও জবাবদিহি আছে। তাই তাই আপনাদেরও জবাবদিহি করতে হবে।’

দুদক চেয়ারম্যান বলেন, অনুসন্ধান ও তদন্তে সময়সীমা না মানার জন্য রেকর্ডপত্র সময়মতো না পাওয়ার বিষয়টি অনেকে বলেন। তিনি বলেন, ‘কে রেকর্ডপত্র দেয় না? যে বা যারা অনুসন্ধান বা তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের রেকর্ডপত্র ইচ্ছাকৃতভাবে সরবরাহ করছেন না, তাদের বিরুদ্ধে কেন দুদক আইনে মামলা হচ্ছে না? ইচ্ছাকৃতভাবে যাঁরা দুদকের অভিযোগ অনুসন্ধান ও তদন্তে সংশ্লিষ্ট তথ্য সরবরাহ করছেন না, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে দুদক আইন অনুযায়ী মামলা দায়ের করতে হবে।’