উপাচার্যকে অবরুদ্ধ করে ছাত্রলীগের বিক্ষোভ

নিয়োগ পরীক্ষা বাতিলসহ দুই দফা দাবিতে উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
নিয়োগ পরীক্ষা বাতিলসহ দুই দফা দাবিতে উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। সিলেট, ৯ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নিয়োগ পরীক্ষা বাতিলসহ দুই দফা দাবিতে উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদার ও কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রক্টর কার্যালয়ের ভবনের মূল ফটক তালাবন্ধ করে বিক্ষোভ করেন তাঁরা। রাত ১০টায় এই প্রতিবেদন লেখার সময় উপাচার্যসহ অন্যরা তালাবদ্ধ ছিলেন। আর বিক্ষোভ করছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদ ছয় দফা দাবিতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে কর্মচারীদের পর্যায়ক্রমে উন্নয়ন নীতিমালা দ্রুত সংশোধন, অভ্যন্তরীণ প্রার্থীদের কার্ড ইস্যু করা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কর্মচারীদের উচ্চতর পদে পদোন্নতির জন্য দ্রুত ইমিগ্রেশন কমিটি গঠন, হাউস লোন দ্রুত বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা, কর্মচারীদের পোশাক ভাতা দ্রুত বাস্তবায়ন ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা চালু করলে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা চালু করা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা আসিকুর রহমান প্রথম আলোকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার। এই দিনে কোনো কর্মসূচি না নিয়ে কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ পরীক্ষা নেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাঙালিদের কাছে দিনটি আবেগের। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শোভাযাত্রাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার প্রতিবাদে ছাত্রলীগ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের পদোন্নতিসহ ছয় দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি।

আসিকুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের আশ্বাস দিলে আমরা অবরোধ ও বিক্ষোভ তুলে নেব।’

বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদারের মুঠোফোনে কল দেওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। উপাচার্যের সহকারী মো. ফখর উদ্দিন প্রথম আলোকে বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারী নিয়োগের জন্য রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সভাপতি মো. ছানারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা ছয় দফা নিয়ে কর্মসূচি দিয়েছি। বৃহস্পতিবার কর্মচারীদের কর্মবিরতির পাশাপাশি প্রশাসনিক ভবন ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরাও একাত্মতা পোষণ করে আন্দোলন করছে।’ প্রশাসনিক ভবনে তালাবদ্ধ করে রাখার বিষয়ে তিনি বলেন, ‘ভবনে তালা আমরা দিইনি।’