গলাচিপায় নিখোঁজ আরেক যাত্রীর লাশ উদ্ধার

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের পানপট্টি লঞ্চঘাট এলাকায় আগুনমুখা নদে যাত্রীবাহী স্পিডবোট উল্টে যাওয়ার ঘটনায় নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. হারুন হাওলাদার। দুটি স্পিডবোটের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনার চার দিন পর আজ শুক্রবার সকালে পানপট্টি লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। হারুন (৩২) পানপট্টির দক্ষিণ ফরিদাখালী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আগুনমুখার কারফারমার চর এলাকা থেকে আয়ুব আলী নামের আরেক যাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানা-পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট গলাচিপার পানপট্টি ঘাটে আসছিল। ঘাটের কাছাকাছি পৌঁছালে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী স্পিডবোটটি উল্টে যায়। যাত্রীরা ছিটকে নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন ছুটে এসে স্পিডবোটের চালকসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। অন্য দুই যাত্রী নিখোঁজ হন।