হাজারো নেতা-কর্মীর স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে তাবিথ

নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। ছবি: প্রথম আলো
নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। ছবি: প্রথম আলো

হাজারো নেতা-কর্মীর মুহুর্মুহু স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। আজ শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।

নামাজের পর মসজিদের সামনে শত শত নেতা-কর্মী ‘খালেদা জিয়া, ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান শুরু করেন। এ সময় নেতা-কর্মী ও সমর্থকদের ঠেলাঠেলিতে তাবিথ আউয়ালসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা নিজেদের সামলাতে হিমশিম খান। প্রায় আধা ঘণ্টা মিছিল ও স্লোগানের পর সড়কের পাশে দাঁড়িয়ে তাবিথ আউয়ালসহ কেন্দ্রীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তাবিথ আউয়াল বলেন, ‘আশা করি, নির্বাচন কমিশন আজকের এই উত্তাল জনগণের আওয়াজ শুনবেন এবং সে অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন।’ তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আমরা ভোটারদের সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যাত্রা শুরু করলাম। সরকারের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষ এই নির্বাচনে জবাব দেবে।’

আজ শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাবিথ আউয়াল। ছবি: প্রথম আলো
আজ শুক্রবার জুমার নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদের সামনে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তাবিথ আউয়াল। ছবি: প্রথম আলো

এ সময় উত্তর সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, নির্বাচন কমিশনকে ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে হবে। ভোটারদের নিরাপত্তা দিতে হবে। অতীতের মতো এই নির্বাচনেও যদি কোনো কারচুপি ও ষড়যন্ত্র করা হয়, এখান থেকেই সরকার পতনের আন্দোলনের সূচনা হবে।

এর আগে তাবিথ আউয়াল ও তাঁর বাবা আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা ৭ নম্বর জামে মসজিদে নামাজ আদায় করেন। তাঁরা মুসল্লিদের কাছে প্রার্থীর জন্য দোয়া চান।

প্রথম দিনের জনসংযোগে দলের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা, মো. শাহজাহান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, যুবদলের সভাপতি সাইফুল আলম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের ঢাকা উত্তরের সভাপতি জাহাঙ্গীর প্রমুখ।

তাবিথ আউয়াল আজ রাত ১০টা পর্যন্ত উত্তরার ৭ নম্বর সেক্টর হয়ে ১০ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকা, দিয়াবাড়ি, ১২ নম্বর সেক্টরের খালপাড়সহ ওই এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন।