সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেওয়ার সুযোগ চান আতিকুল

ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা ৪ নং সেক্টর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা সিটি করপোরেশন উত্তরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা ৪ নং সেক্টর এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নেন। ঢাকা, ১০ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের জন্য সাংসদদের নির্বাচনী প্রচারে অংশ নিতে দেওয়ার সুযোগ চান। এ জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধও করেছেন তিনি। আজ শুক্রবার দুপুরে তাঁর উত্তরার নির্বাচনী কার্যালয়ে এক আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং করে তিনি এ অনুরোধ জানান।

আতিকুল বলেন, ‘আপনার দেখেছেন, নির্বাচনী প্রচারে এমপি বা মন্ত্রীদের অংশ নেওয়ার ক্ষেত্রে একধরনের নিষেধাজ্ঞা রয়েছে। আমার কথা হচ্ছে, আজ যাঁরা এমপি আছেন, তাঁরাও তো দলের সদস্য। তাঁদেরও তো ইচ্ছা করে আমার সঙ্গে প্রচারে নামার।’

প্রতিপক্ষ বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারে সাবেক এমপি ও মন্ত্রী মওদুদ আহমদের প্রসঙ্গ উল্লেখ করে আতিকুল বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব, অন্ততপক্ষে যাঁরা এমপি আছেন, তাঁরা যেন আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করতে পারেন। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য এই বাধাটুকু যেন না থাকে।’

আতিকুল ইসলাম বলেন, মেয়র নির্বাচিত হলে তিনি মেয়রসহ সব কাউন্সিলরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করবেন। একই সঙ্গে নিরাপদ সড়ক ও নিরাপদ শহর গড়ে তোলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিপক্ষকে কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে আতিকুল বলেন, ‘আমাদের চাচা-ভাতিজার সম্পর্ক। প্রতিপক্ষের বাবা একজন স্বনামধন্য ব্যবসায়ী। যেকোনো প্রতিপক্ষকেই আমরা শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করি। কাউকেই ছোট করে দেখব না।’