ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব: জি এম কাদের

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: প্রথম আলো
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: প্রথম আলো

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাঁর দল মনে করে যে ইভিএম পদ্ধতির মাধ্যমে নির্বাচন করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আগে থেকে শঙ্কা প্রকাশ করার কোনো কারণ নেই। যদি আশঙ্কা করার মতো কোনো কারণ ঘটে, তারা সেটি জানাবেন।

আজ শনিবার দুপুরে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের কাছে জি এম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমাদের প্রার্থী তো থাকার জন্য দাঁড়িয়েছেন। ভবিষ্যতের কথা তো আর কেউ বলতে পারেন না। কার জীবনের স্থায়িত্ব কতটা, তা কেউ বলতে পারবে না।’ যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সরকারের দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন।

এ সময় দলের মহাসচিব মসিউর রহমান, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।