ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান চলাচল বিঘ্নিত

ঘন কুয়াশার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। আজ শনিবার সকালে নভোএয়ার ও ইউএস–বাংলা এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সৈয়দপুরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আজ সকাল সাড়ে ১০টা ও ১০টা ৪০ মিনিটে যথাক্রমে নভোএয়ার ও ইউএস–বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট অবতরণের সময় ছিল। কিন্তু সৈয়দপুরের ঘন কুয়াশার কারণে দুটি ফ্লাইটই ঢাকা থেকে এক ঘণ্টা পর ছেড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন ১১টি ফ্লাইট ওঠানামা করে। এর মধ্যে নভোএয়ার ও ইউএস–বাংলার পাঁচটি করে ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত কুমার দত্ত শিডিউল বিপর্যয়ের তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে উড্ডয়ন–অবতরণে বিপর্যয় ঘটছে। আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।