ওসমানী বিমানবন্দরে ৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

সিলেটে ওসমানী বিমানবন্দর থেকে প্রায় ৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত
সিলেটে ওসমানী বিমানবন্দর থেকে প্রায় ৬ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এসব সিগারেট জব্দ করে। 


সিলেট বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাংলাদেশ বিমানের আবুধাবি থেকে ঢাকা হয়ে সিলেটে আসা বিজি ৬০৫ ফ্লাইটের এক অজ্ঞাত আরোহী কাস্টমস লাউঞ্জের স্বয়ংক্রিয় বেল্টে অনেকগুলো কার্টন ফেলে যায়। পরে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ মালিকবিহীন অবস্থায় ১৫০ কার্টন বিদেশি বেনসন সিগারেট জব্দ করে।

সিলেট ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রদীপ কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত সিগারেট সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। তবে সিগারেটগুলো কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি।