ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম মল্লিক (৫৫) নামের বিজিবির সাবেক এক সদস্য নিহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের দারাখানা গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন হাওলাদার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, দারাখানা গ্রামের শামসুল হক মল্লিকের সঙ্গে আবদুল খালেকের ৫ শতক জমি নিয়ে ঝালকাঠি দেওয়ানি আদালতে একটি মামলা চলমান। গতকাল বিবাদপূর্ণ জমিতে আসেন আদালতের নিযুক্ত দুজন জ্যেষ্ঠ আইনজীবী। তাঁদের কমিশনার হিসেবে সালিস মীমাংসার জন্য পাঠানো হয়। সালিস শেষে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। আইনজীবীরা চলে গেলে সন্ধ্যায় প্রতিপক্ষ খালেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন শামসুল হকের ছোট ভাই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুলের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।

স্বজনেরা নুরুলকে রাত ৮টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাতুল খান জানান, নুরুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

নুরুলের বড় ভাই শামসুল বলেন, ‘জমি দখল করার উদ্দেশ্যে আমার ভাইকে প্রতিপক্ষ হামলা চালিয়ে হত্যা করেছে।’

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিপন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।+