মতিন চৌধুরী আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পুর্নর্নিবাচিত

এ মতিন চৌধুরী আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
এ মতিন চৌধুরী আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ছবি: প্রেস বিজ্ঞপ্তি

এ মতিন চৌধুরী বেসরকারি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২০২০-২০২১ মেয়াদে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন।

আইইউবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ মতিন চৌধুরীর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার খবর জানানো হয়েছে।

মুক্তিযোদ্ধা এ মতিন চৌধুরী একজন বিশিষ্ট শিল্পপতি। একইসঙ্গে তিনি বিভিন্ন অলাভজনক সেবামূলক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন।

মতিন চৌধুরীসহ বোর্ড অব ট্রাস্টিজের ২০ জন ট্রাস্টি আইইউবির স্কলার এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে নিবেদিত থাকবেন। আইইউবি বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর মাধ্যমে যে মান এবং খ্যাতি অর্জন করেছে তা আগামীতে আরও শক্তিশালী হবে।