ভাটারার কিশোরী গণধর্ষণে গ্রেপ্তার আসামি রিমান্ডে

রাজধানীর ভাটারা এলাকায় ১১ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার এক আসামিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন। আসামির নাম রাসেল বাবু (১৯)।

এর আগে ভাটারা থানার পুলিশ আসামি রাসেল বাবুকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।

তদন্ত কর্মকর্তা ভাটারা থানার পরিদর্শক গোলাম ফারুক আদালতকে প্রতিবেদন দিয়ে বলেন, ভুক্তভোগী কিশোরীর মা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন। ৯ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা অন্যের বাসায় কাজ করছিলেন। তখন ওই কিশোরী তার মায়ের কাছে যায়। কিশোরীকে তার মা বলেছিলেন, কাজ শেষ করতে তার সময় লাগবে ১০ মিনিট। ততক্ষণ কিশোরী যেন বাসার গেটের সামনে অপেক্ষা করে। কাজ শেষ হলে কিশোরীকে খুঁজে পায়নি তার মা। তখন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও না পেয়ে বাসায় চলে যান কিশোরীর মা।

আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, ১০ জানুয়ারি সকালে ভাটারা এলাকায় কিশোরীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। কিশোরী জানায়, আসামি রাসেল চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে ভাটারা ১০০ ফিট রাস্তার প্রথম সেতুর কাছে নিয়ে আসেন। তখন চারজনে মিলে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই কিশোরীর বোন বাদী হয়ে ভাটারা থানায় গণধর্ষণের মামলা করেন।

তদন্ত কর্মকর্তা গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আসামি রাসেল বাবু ময়লা সংগ্রহের কাজ করতেন। তাঁকে আদালত থেকে থানায় আনা হয়েছে। রাসেলকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার পুরো রহস্য জানা সম্ভব হবে।