কুষ্টিয়ায় বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, দুই দালালের কারাদণ্ড

কুষ্টিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসহাক আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত দুই দালাল হলেন কুষ্টিয়া শহরতলির উদিবাড়ী এলাকার মো. দুলাল (৩৯) ও শহরের পূর্ব মজমপুর এলাকার মনিরুজ্জামান (৩৫)।

অভিযান শেষে দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে সেখান থেকে দুলাল ও মনিরুজ্জামান নামের দুই দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুলালকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কুষ্টিয়া মডেল থানার পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।