বিএনপি প্রার্থী সুফিয়ানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। ছবি: সংগৃহীত
বিএনপির প্রার্থী আবু সুফিয়ান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি।

আজ সোমবার বেলা ২টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া প্রথম আলোকে বলেন, আজ দুপুরে তাঁরা ১০-১৫ জন নেতা-কর্মী আবু সুফিয়ানের বাসায় অবস্থান করছিলেন। এই সময় ছাত্রলীগের কিছু নেতা-কর্মী এসে বাসা লক্ষ্য করে ৩-৪টি ককটেল ছুড়েছে। এগুলো দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে তাঁরা অল্পের জন্য রক্ষা পান।

বিস্ফোরণের ঘটনায় কোনো অভিযোগ পাননি বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এ বিষয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।