শেষ পর্যন্ত ভোটে থাকতে চান সুফিয়ান

মোহাম্মদ আবু সুফিয়ান। ফাইল ছবি
মোহাম্মদ আবু সুফিয়ান। ফাইল ছবি

ব্যাপক অনিয়মের অভিযোগ করলেও চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান শেষ পর্যন্ত নির্বাচনে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চান। সুফিয়ান বলেছেন, এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে না। এই নির্বাচন প্রমাণ করেছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোটাধিকার আদায় করা যাবে না।

আজ সোমবার বেলা সোয়া তিনটায় নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সুফিয়ান এসব কথা বলেন। তিনি বেলা সোয়া একটায় প্রথম সংবাদ সম্মেলন করে ভোটগ্রহণ স্থগিতের দাবি করেছিলেন।

সুফিয়ান বলেন, ‘নির্বাচন স্থগিত করে পুনরায় ভোটগ্রহণ দাবি করছি। তবে এখন নির্বাচন বর্জন করছি না। শেষ পর্যন্ত থেকে ইভিএমে কীভাবে কারচুপি করছে, তা পর্যবেক্ষণ করতে চাই।’ তিনি আরও বলেন, ব্যাপক অনিয়ম হয়েছে নির্বাচনে। ধানের শীষের এজেন্ট বের করে দিয়েছে। নৌকার সমর্থকদের হামলায় ৫০ জন আহত হয়েছে।

এ সময় নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর বহমান উপস্থিত ছিলেন।