কুয়াশার দিন

>সূর্য চোখ মেলেনি। ঘন কুয়াশায় ঢেকে আছে দেশের বিভিন্ন এলাকা। তবু থেমে নেই জীবন। কুয়াশার মধ্যেই পথে নেমেছে লোকজন, যানবাহন। এসব নিয়ে এই ছবির গল্প।
সকাল ৯টা। তখনো সূর্যের দেখা নেই। এর মধ্যেই পথে নেমেছে পথচারীরা। মিরসরাই, চট্টগ্রাম, ১৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
সকাল ৯টা। তখনো সূর্যের দেখা নেই। এর মধ্যেই পথে নেমেছে পথচারীরা। মিরসরাই, চট্টগ্রাম, ১৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
কুয়াশাঢাকা সকালে ধানের চারা রোপণে নেমেছেন পাহাড়ি নারী-পুরুষ। খাগড়াছড়ি, ১৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কুয়াশাঢাকা সকালে ধানের চারা রোপণে নেমেছেন পাহাড়ি নারী-পুরুষ। খাগড়াছড়ি, ১৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কুয়াশাঢাকা চারদিক। পুকুরপাড়ে জবুথবু এক ব্যক্তি। খাগড়াছড়ি, ১৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কুয়াশাঢাকা চারদিক। পুকুরপাড়ে জবুথবু এক ব্যক্তি। খাগড়াছড়ি, ১৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সূর্য এখনো চোখ মেলেনি। কনকনে শীত। এর মধ্যেই মাঠে কৃষকেরা। গচিহাটা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
সূর্য এখনো চোখ মেলেনি। কনকনে শীত। এর মধ্যেই মাঠে কৃষকেরা। গচিহাটা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
মহাসড়কে চলছে ট্রাক, চলছে সাইকেল। মিরসরাই, চট্টগ্রাম, ১৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
মহাসড়কে চলছে ট্রাক, চলছে সাইকেল। মিরসরাই, চট্টগ্রাম, ১৪ জানুয়ারি। ছবি: ইকবাল হোসেন
দিনদুপুরে আলো জ্বেলে চলছে যানবাহন। গচিহাটা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
দিনদুপুরে আলো জ্বেলে চলছে যানবাহন। গচিহাটা, কিশোরগঞ্জ, ১৪ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ