কুষ্টিয়ায় তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া সদর উপজেলায় তিনটি ইটভাটায় আজ মঙ্গলবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ ড্রাম চিমনি ব্যবহারের দায়ে এগুলোর মালিকদের ৭ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

আজ দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

জুবায়ের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনটি ইটভাটাতেই ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় একটি ইটভাটার মালিক আসাদুজ্জামান ডাবলুকে ৩ লাখ, বৈদ্যনাথতলায় মোহাম্মদ রঞ্জুকে ৩ লাখ ও রাজাপুর এলাকায় ডাবলু হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন। ভাটার মালিকেরা জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯–এর ৪ এবং ৬ ধারায় এসব জরিমানা করা হয়। পরে শ্রমিক দিয়ে ওই তিনটি ইটভাটার চিমনিসহ ইট তৈরির বিভিন্ন কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।

ইউএনও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর কোনো ভাটা উপজেলায় রাখা হবে। পর্যায়ক্রমে এ অভিযান চলবে।