গণজোয়ারে কিছুটা ভোগান্তি হতে পারে: তাপস

আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে নির্বাচনী প্রচার চালান শেখ ফজলে নূর তাপস। ছবি: হাসান রাজা
আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে নির্বাচনী প্রচার চালান শেখ ফজলে নূর তাপস। ছবি: হাসান রাজা

আচরণবিধি লঙ্ঘন না করার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। সাধারণ মানুষও যোগ দিচ্ছেন। এই গণজোয়ারে কিছুটা ভোগান্তি তৈরি হতে পারে। তবু সচেতনভাবে বিষয়টি আমরা দেখব।’

আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড়ে নির্বাচনী প্রচার শুরুর আগে এসব কথা বলেন শেখ ফজলে নূর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিটি জায়গায় গিয়ে আচরণবিধি মেনে সুশৃঙ্খলভাবে প্রচার চালাতে নেতা-কর্মীদের নির্দেশনা দিচ্ছি। নির্বাচনী পরিচালনা কমিটিকেও বলা হয়েছে, নগরবাসীর ভোগান্তি যাতে তৈরি না হয়।’ ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার বিজয় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অতি উৎসাহী কর্মীরা কোথাও কোথাও তাঁর নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘন করছেন, এ বিষয়ে জানতে চাইলে শেখ ফজলে নূর বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটি এগুলো নজরদারি করছে। আমরা খুব সচেতন ও সজাগ দৃষ্টি রাখছি। যেখানে যেটা আমরা জানতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হবে।’

সরস্বতীপূজার দিনে ভোট গ্রহণের তারিখ পড়ায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তিনি বলেন, পঞ্জিকা অনুযায়ী এটা হয়তো ভুল হয়ে গেছে। তাঁদের (হিন্দু সম্প্রদায়) প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রয়েছে। যেহেতু নির্বাচনের নির্ধারিত তারিখ রয়েছে, প্রার্থী হিসেবে আমাদের গণসংযোগ চালিয়ে যেতে হবে। আমি আশা করব, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

দুপুর ১২টায় ষষ্ঠ দিনের প্রচার শুরু করেন শেখ ফজলে নূর। তিনি আসার আগে থেকেই ধোলাইপাড় উচ্চবিদ্যালয়ের সামনে ভিড় করেন স্থানীয় নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সানজিদা খানম উপস্থিত ছিলেন। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান কর্মী-সমর্থকেরা। এরপর তিনি নেতা-কর্মীদের নিয়ে ৫১ নম্বর ওয়ার্ডে হেঁটে হেঁটে প্রচারপত্র বিলি শুরু করেন।

শ্যামপুরের মীর হাজিবাগ এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এখানকার মানুষ পানিসংকটে ভুগছে। মেয়র নির্বাচিত হলে এ সমস্যা দূর করা হবে। এ ছাড়া বাসযোগ্য ঢাকা গড়তে তাঁর পাঁচ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পাঁচ ধাপের উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতির মধ্যে আছে ঢাকার ঐতিহ্য, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।