দৌলতদিয়া-পাটুরিয়ায় দীর্ঘ যানজট, যাত্রীদের দুর্ভোগ

দৌলতদিয়ায় যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। গোয়ালন্দ ইমামবাড়া শরীফ এলাকা, ১৫ জানুয়ারি। ছবি: রাশেদুল হক
দৌলতদিয়ায় যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। গোয়ালন্দ ইমামবাড়া শরীফ এলাকা, ১৫ জানুয়ারি। ছবি: রাশেদুল হক

ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ও যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে খাবার ও শৌচাগারের অভাবে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

ঘন কুয়াশার কারণে আজ বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চার ঘণ্টা ফেরি চলেনি। মাঝ নদীতে আটকা পড়ে যানবাহন বোঝাই পাঁচটি ফেরি। এ সময় দৌলতদিয়া ঘাটে ফরিদপুরের চন্দ্রপাড়ার ওরস শেষে ঘরমুখী মুসল্লি ও দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা মুসল্লিদের গাড়ির চাপে দীর্ঘ যানজট তৈরি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। ভোরের দিকে অতিমাত্রায় কুয়াশায় চারদিক ঝাপসা হলে সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকা পড়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা এনায়েতপুরী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ঢাকা, সন্ধ্যা মালতি ও হাসনা হেনা আটকা পড়ে। ফেরিতে অন্তত ২০টি যাত্রীবাহী বাস, ২৫টির মতো পণ্যবাহী গাড়ি ও ১০টির মতো ব্যক্তিগত গাড়ি ও ১২০০শর মতো যাত্রী ছিল। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া আরেকটি ফেরিও আটকা পড়ে। সকাল দশটার দিকে নদীতে কুয়াশা কমলে ফেরি ছাড়া শুরু করে। এ সময় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ গাড়ি। বেলা বাড়ার সঙ্গে গাড়ির লাইন লম্বা হতে থাকলে আটকে পড়া যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে।

দৌলতদিয়া ঘাটে দেখা যায়, দুপুরের আগ পর্যন্ত ফেরি ঘাট থেকে ক্যানাল ঘাটের আগ পর্যন্ত দুই কিলোমিটার লম্বা লাইনে যাত্রীবাহী বাস, পণ্যবাহী, ব্যক্তিগত গাড়ি আটকে রয়েছে। ফেরি বন্ধ থাকায় অনেকে বিকল্প উপায়ে ট্রলারে নদী পাড়ি দেয়। তবে দুপুর থেকে গাড়ির লাইন আরও লম্বা হতে থাকে। কারণ ফরিদপুরের চন্দ্রপাড়ার ওরস শেষে ঘরে ফেরা মানুষের গাড়ি চাপ পড়ে দৌলতদিয়া ঘাটে। সঙ্গে যুক্ত হয় বিশ্ব ইজতেমায় যোগ দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা মুসল্লিদের গাড়ি। ফলে বেলা আড়াইটার দিকে গাড়ির লাইন ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ছাড়িয়ে যায়।

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি থেকে আসা হারুন-অর রশিদ বলেন, ‘প্রায় দুই ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। এখনো ঘাট প্রায় চার কিলোমিটার দূরে রয়েছে। সারা পথ জুড়েই তো শুধু গাড়ি আর গাড়ি। ফেরির নাগাল ধরতে মনে হচ্ছে রাত হয়ে যাবে।’

ফরিদপুরের চন্দ্রপাড়ার ওরস শেষ করে সাভার ফিরছিলেন শাহ আলম, কামাল হোসেনসহ কয়েকজন।একজন বলেন, ‘রিজার্ভ বাস নিয়ে মঙ্গলবার চন্দ্রপাড়ায় পৌঁছেন। রাতে আখেরি মোনাজাত শেষ করে সাভার ফিরছি। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছি। রিজার্ভ বাস নিয়ে আসায় আমরা কেউ বাস থেকে নামতে পারছি না। কিন্তু মহাসড়কের কোথাও দাঁড়ানোর জায়গা নেই। এমনকি কিছু খাবারের ব্যবস্থাও নেই।’

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চললেও কুয়াশায় চার ঘণ্টা ফেরি বন্ধের কারণে বাড়তি বিড়ম্বনা তৈরি হয়েছে। নিয়মিত গাড়ির সঙ্গে চন্দ্রপাড়ার ওরস ফেরত গাড়ি সেই সঙ্গে ইজতেমাগামী মুসল্লিদের অতিরিক্ত বাস আসায় যানজট তৈরি হয়েছে।