শ্যামলীতে পোশাকশ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

বেতন–ভাতার দাবিতে রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকেরা অবস্থান নিয়েছেন। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে আটকে আছে শত শত গাড়ি। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুই ঘণ্টারও বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। দুই পাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। আমরা রাস্তায় আছি।’