রূপগঞ্জে টেক্সটাইল মিলে শ্রমিক ধর্ষণের অভিযোগ, সুপারভাইজার কারাগারে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক টেক্সটাইল মিলের নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দুপুরে ওই মিলের সুপারভাইজার জিন্নাহ আলীকে (৩৩) গ্রেপ্তার করেছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।

গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে। বুধবার রাতে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে জিন্নাহর বিরুদ্ধে মামলা করেন ওই নারী। জিন্নাহর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার সদর থানার একডালা এলাকায়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারী ওই মিলে চার মাস ধরে কাজ করছেন। দীর্ঘদিন ধরে একই মিলে সুপারভাইজার হিসেবে কাজ করছেন জিন্নাহ আলী। তিনি প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। গত শনিবার রাতে ওই নারী যখন কর্মরত ছিলেন, তখন অভিযুক্ত সুপারভাইজার তাঁকে মিলের তৃতীয় তলায় ডেকে নিয়ে ধর্ষণ করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ওই নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে পাঠানো হয়েছে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন।