অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাগেরহাট শহরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় গায়ের ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে শহরের দশানী এলজিইডির মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাহিদা আক্তার ওরফে শম্পা (৪০)। তিনি শহরের দশানী এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর স্বামী আসাদুল আলম ব্যাপারী ফ্রান্সপ্রবাসী। এই দম্পতির দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয় লোকজনের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে শহরের বাদামতলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে দশানীর বাসায় যাচ্ছিলেন নাহিদা। দশানী এলজিইডির মোড়ে পৌঁছালে অসাবধানতাবশত নাহিদার গলার পেঁচানো ওড়না অটোরিকশার চাকায় জড়িয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই নাহিদার মৃত্যু হয়।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাতাব উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা নাহিদার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবার লাশের ময়নাতদন্ত না করতে প্রশাসনের কাছে আবেদন করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নাহিদার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।