ভোটাররা ভোটকেন্দ্রে গেলে কেউ বিজয় ঠেকাতে পারবে না: ইশরাক

রাজধানীর দনিয়া এলাকায় প্রচারে ব্যস্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: হাসান রাজা
রাজধানীর দনিয়া এলাকায় প্রচারে ব্যস্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: হাসান রাজা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গেলে কেউ আমাদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। দয়া করে ভোট কেন্দ্রে যাবেন।’ আজ শুক্রবার অষ্টম দিনের মতো প্রচারে নেমে এ কথা বলেন ইশরাক।

শুক্রবার কদমতলী ও শ্যামপুর থানাধীন ডিএসসিসির ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০, ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক। প্রচারে নামার আগে ভোটারদের উদ্দেশে ইশরাক বলেন, ‘কোনো বাধা বিপত্তি মানবেন না। দুনিয়াতে কোনো মানুষকে ভয় করবেন না। আপনাদের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আছি।’

১০ জানুয়ারি ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারে নামার পর প্রতিদিনই বাধা না মেনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন ইশরাক হোসেন। প্রতিকূল পরিস্থিতিতেও ভোটের মাঠ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবারও সড়কের দুই পাশের দোকানপাট ও পথচারীদের হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থনা করেছেন তিনি। সড়কের আশপাশের বাড়ির লোকজনের কাছে ভোট চেয়েছেন হাতের ইশারায়। অনেকেই ভোট কেন্দ্রে যেতে পারবেন কি না এ নিয়ে ইশরাককে শঙ্কার কথা জানান। ইশরাকও অভয় দিয়ে তাদের ভোটকেন্দ্রে যাওয়ার কথা বলেছেন।

আজও বিভিন্ন এলাকায় ইশরাককে ফুল দিয়ে বরণ করতে দেখা গেছে। কেউ কেউ তাঁকে ফুলের মালাও পড়িয়ে দেন। বিএনপির মেয়র প্রার্থী জুমার নামাজ আদায় করেছেন শ্যামপুরের লাল মসজিদে। খুতবা শুরুর আগে মসজিদে আগত মুসল্লিদের কাছেও ভোট চান তিনি।

এর আগে নির্বাচনী প্রচার শুরুর আগে দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে সাংবাদিকদের কাছে ইশরাক বলেন, ‘সরকার দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে। খালি বলছে উন্নয়নের জোয়ার। কিন্তু বৃষ্টি আসলে দেখি পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়।’

নির্বাচিত হলে এলাকাগুলোতে প্রথমে জলাবদ্ধতা দূর করা এবং বিশুদ্ধ পানি সরবরাহ করার প্রতিশ্রুতি দেন ইশরাক। বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘ওয়াসাকে সঙ্গে নিয়ে ঢাকাকে আধুনিক ড্রেনেজ সিস্টেমের আওতায় নিয়ে আসব। বিশুদ্ধ পানির সঞ্চালনের জন্য ওয়াসার সঙ্গে বসে আমরা সেই সঞ্চালন লাইন প্রতিস্থাপন করব।’ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বলেন, ‘আমরা যথা সময়ে, যথা পরিমাণে, যথাযোগ্য মানের ওষুধ প্রয়োগ করে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গু মহামারি আকার ধারণ করা রোধ করব।’

ইশরাকের প্রচারে আজ সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক, সাবেক সাংসদ ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি নবীউল্লাহ নবী প্রমুখ।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শনির আখড়া এলাকায় ৬০ নম্বর ওয়ার্ডে এসে প্রচার শেষ করেন ইশরাক হোসেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূজার দিনে ভোটের তারিখ কেন ঠিক হয়েছে এটা বোধগম্য হয়নি। ভোটের দিনের একদিন আগে বা একদিন পর নতুন করে ভোটের তারিখ নির্ধারণের দাবি জানান তিনি।