জানতে চাই, কী হচ্ছে: ইসির উদ্দেশে তাবিথ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রাথী তাবিথ আউয়াল আজ রাজধানীর তালতলায় নির্বাচনী প্রচার চালান। ছবি: সেলিম জাহিদ
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রাথী তাবিথ আউয়াল আজ রাজধানীর তালতলায় নির্বাচনী প্রচার চালান। ছবি: সেলিম জাহিদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের বক্তব্য আশঙ্কা বাড়াচ্ছে। তিনি বলেন, 'একজন নির্বাচন কমিশনার বলেছেন, কেন্দ্র দখল করতে পারলে ইভিএমে ভোট চুরি করা যায়। এ বক্তব্য দিয়ে নির্বাচন কমিশন কী বলতে চাচ্ছে? ভোটকেন্দ্র দখল করা যাবে না, এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত কি না, এসব কথা আমাদের আশঙ্কা বাড়িয়ে দেয়।'

আজ শনিবার রাজধানীর তালতলায় নির্বাচনী প্রচার শুরুর আগে তাবিথ আউয়াল সাংবাদিকদের কাছে এ প্রশ্ন তোলেন। তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, ‘আমরা জানতে চাই, কী হচ্ছে?’

তাবিথ বলেন, ‘আমরা প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ অপেক্ষায় আছেন ৩০ তারিখের জন্য। কিন্তু আমরা প্রতিদিন দেখছি পরিস্থিতি বদলাচ্ছে। ভোটাররা ভয়ে আছেন, কিন্তু তাঁরা ভোট দিতে চান। তাঁদের ভোটের অধিকার রক্ষা করতে চান। আমরা ভোটারদের নিরাপত্তা চাচ্ছি।’

এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির প্রস্তুতি কী? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘আমরা দায়িত্বশীল দল হিসেবে শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ভোটারদের আকৃষ্ট করব, তাঁরা যেন নিজের ভোট যেন নিজে দেন। যতই হামলা আসুক, শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকব।’

তা‌বিথ আউয়ালের সঙ্গে জনসংযোগে ছিলেন বিএন‌পির যুগ্ম মহাসচিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবুল হো‌সেন, নিপুন রায় চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা আকরামুল হাসান, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউন্সিলর প্রার্থী হেলাল ক‌বির , যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন প্রমুখ।

আজ তা‌বিথ আউয়াল রাজধানীর খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর, মগবাজার, রামপুরাসহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন।