গণতন্ত্র ধ্বংসের জন্যই ইভিএমে নির্বাচন হচ্ছে: রেজা কিবরিয়া

রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া

দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে নির্বাচন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। তিনি আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে গণফোরামের কর্মী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন।

কিবরিয়া বলেন, ইভিএম আসলে ইলেকট্রনিক ভোট ফ্রড বা ইভিএফ। বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো ইভিএম পদ্ধতি ব্যবহার করে দেখেছে যে এই পদ্ধতিতে মানুষের আসল গণতন্ত্র ধ্বংস হতে পারে। তাই তারা এই পদ্ধতিতে ভোট গ্রহণ করা থেকে বিরত থাকছে। ভোট নিয়ে মানুষের মনে কোনো আপত্তি বা সন্দেহ থাকলেও এই পদ্ধতিতে চেক করার কোনো সুযোগ থাকে না।

চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মোকাব্বির খান।