গাড়ির ধাক্কায় দেয়ালে ধস, প্রাণ গেল স্কুলছাত্রের

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মালবাহী গাড়ির ধাক্কায় দেয়াল ধসে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বেলা দুইটার দিকে উপজেলার আদারিয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো.আসিফ (১১)। সে ওই এলাকার আবদুল আজিজের ছেলে এবং আদারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই শিক্ষার্থী বিদ্যালয়ের পাশে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে খেলছিল। তখন ওই ভবনের নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রলি বাড়ির ভেতর যাচ্ছিল। এ সময় গাড়ির ধাক্কায় ওই বাড়ির পুরোনো সীমানাদেয়াল ধসে শিশুটির ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, স্কুলের মধ্যাহ্নভোজের বিরতিতে আসিফ তাঁর মায়ের জন্য সদাই কিনে বাড়িতে পৌঁছে দেয়। এর পরপরই সে ওই ভবনে খেলতে যায়।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গাজি সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। খবর পেয় আমরা সেখানে যাই। নিহত স্কুলছাত্রের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা লাশটি ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যায়। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’