ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

আগুন। প্রতীকী ছবি
আগুন। প্রতীকী ছবি

ফরিদপুরে আগুনে পুড়ে মারা গেছেন মা আলিয়া বেগম (৩৯) ও মেয়ে আদুরি (৫)। গতকাল শনিবার রাত ১১টার দিকে ফরিদপুর সদরের বিল মাহমুদপুর গ্রামের সেকেনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ আলিয়া বেগম ওই গ্রামের মুদি ব্যবসায়ী আজাদ মোল্লার স্ত্রী। তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে আদুরি সবার ছোট ছিল।

ওই এলাকার বাসিন্দা রুবেল প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আজাদ একজন দরিদ্র মুদি ব্যবসায়ী। সেকেনের মোড় এলাকায় পাটখড়ির বেড়া এবং টিনের ছাপড়া ঘরে রাতে আদুরিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মা। ওই ঘরে আগুন লাগলে ঘরটি পুড়ে যায়। আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে রাত তিনটার দিকে আদুরিকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ঘটনাস্থলে গৃহবধূ আলিয়া মারা যান।

আলতাফ মোল্লা নামের এক স্বজন বলেন, অগ্নিকাণ্ডে আদুরি দগ্ধ হয়। তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে মেয়েটি মারা যায়।