কুষ্টিয়ায় কোনো মাদক বিক্রেতা-সন্ত্রাসী থাকতে দেবেন না এসপি

কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এসপি এস এম তানভীর আরাফাত। ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার মিরপুরে কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এসপি এস এম তানভীর আরাফাত। ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় কোনো মাদক বিক্রেতা ও অস্ত্রধারী সন্ত্রাসীকে থাকতে দেবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত। মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম।

আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসপি বলেন, ‘মাদক বিক্রেতা কুষ্টিয়া জেলায় থাকবে না। আমি কোনো মাদক বিক্রেতাকে কুষ্টিয়ায় থাকতে দেব না। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে কুষ্টিয়ায় থাকতে দেব না। এটা আমি হাত তুলে ওয়াদা করছি।’

এসপি এস এম তানভীর আরাফাত জনগণের উদ্দেশে বলেন, ‘আপনারা পুলিশের কাছে কী ধরনের সেবা চান, আমার কাছে বলেন। পুলিশ আপনাদের সব সেবাই দেবে। আপনারা যে ধরনের সেবা চান, পুলিশ দিতে প্রস্তুত। মাত্র একটা ফোন দেবেন, যখন ইচ্ছা। যত রাতই হোক, আমাদের জানান। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন যা তথ্য দিতে চান, আমি সবার জন্য উন্মুক্ত করেছি।’

পুলিশের কোনো সেবা নিতে টাকা লাগে না, উল্লেখ করে এসপি বলেন, ‘যদি কোনো পুলিশ অর্থ লেনদেন বা টাকা চায়, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি দুর্নীতিমুক্ত পুলিশ চাই। আমি জনতার পুলিশ হতে চাই। এ জন্য আপনাদের কাছে চাওয়া, শুধু আইন মেনে চলবেন, আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন।’

মিরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে এসপি বলেন, ‘কয়েক বছর আগে পুলিশের সেবা আর বর্তমান পুলিশের সেবার অনেক পার্থক্য। আমি কুষ্টিয়াতে যোগদান করার সময় ৩১ ভাগ মামলার সাক্ষী হাজির হতেন আদালতে। বর্তমানে ৭৮ ভাগ মামলার সাক্ষী হাজির হন।’