নয় মাসে পারেননি তিন মাসে কী পারবেন, আতিকুলকে তাবিথ

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে মিরপুরে গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর, ২০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে মিরপুরে গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর, ২০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

তিন মাসের মধ্যে যানজট নিরসন করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। জবাবে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, ‘উনি (আতিকুল ইসলাম) ৯ মাস মেয়র ছিলেন। ৯ মাসে যানজট নিরসন করতে দেখিনি, এখন তিন মাসে কী করতে পারবেন, সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন।’

আজ সোমবার রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল এ কথা বলেন। এ সময় মেয়র নির্বাচিত হলে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ আরও উন্নত করার প্রতিশ্রুতি দেন তিনি।

রাজধানীর যানজট বিষয়ে এক প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘মেয়র নির্বাচিত হলে এক বছরের মাথায় একটা চলমান ঢাকা আমরা গড়ে তুলতে পারব। এখন ঢাকায় মাত্র চার কিলোমিটারে গাড়িগুলো চলে। এক বছরের মধ্যেই আমরা এটিকে আট কিলোমিটারে নিয়ে যেতে পারব।’

নির্বাচন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘নিয়মিত দেখছি পরিস্থিতি বদলাচ্ছে। আজকে পরিস্থিতি শান্ত। নির্বাচন কমিশনকে বলব, তাঁরা যেন শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে চেষ্টা করেন। কারণ তাঁরা প্রমাণ করেছেন, একটা নতুন তারিখ দিয়ে সকলের জন্য গ্রহণযোগ্য তারিখ নির্ধারণ করা যায়। আশা করি, আগামী নির্বাচনটাও তাঁরা সবার কাছে গ্রহণযোগ্য করবেন।’

এর আগে আজ সকাল ১০টার পর মিরপুর ৬ নম্বর সেকশনের বায়তুল মোশাররফ জামে মসজিদের পাশ থেকে তাবিথ আউয়ালকে নিয়ে গণসংযোগ শুরু করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে মির্জা ফখরুল বলেন, ‘প্রচারণায় ধানের শীর্ষের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি, তা অভূতপূর্ব। জনগণের উত্তাল তরঙ্গ। আমরা মনে করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে তাবিথ আউয়াল অবশ্যই বিপুল ভোটে বিজয়ী হবেন।’

এ নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের মুক্তি এবং কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে নিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচনকে আমরা খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সম্পৃক্ত হয় তাহলে খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্রের মুক্তি হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তারই প্রমাণ। তাদের আগেই উচিত ছিল পূজার দিন দেখে তারিখ ঠিক করা। এই নির্বাচন কমিশন অযোগ্য। তারা কখনোই সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেনি।’

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে মিরপুরে গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর, ২০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে মিরপুরে গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর, ২০ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম

মির্জা ফখরুল ইসলামের আগমন উপলক্ষে মিরপুর ৬ নম্বর বাজারের বিপরীত পাশে শত শত নেতা-কর্মী আগে থেকেই অপেক্ষা করছিলেন। দলীয় মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল এবং ওই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেনসহ (ঘুড়ি প্রতীক) বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পশ্চিম পাশ হয়ে আশপাশের এলাকায় প্রচারপত্র হাতে প্রচার চালান তিনি। এ সময় নেতা-কর্মীরা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই’, ‘ভোট দেবেন কিসে, ধানের শীষে’, ‘ভোট দেবেন হাসিয়া, ধানের শীষ দেখিয়া’ ইত্যাদি স্লোগান দেন। প্রায় এক কিলোমিটার হেঁটে প্রচার চালানোর পর মির্জা ফখরুল ইসলাম বিদায় নেন।

এর পর তাবিথ আউয়াল মিরপুরের চেতনা মডেল একাডেমি হয়ে রূপনগর এলাকায় প্রচার চালান। তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নিজের ও দলীয় কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট চান। তাঁর সঙ্গে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরীও (মোবাইল ফোন প্রতীক) নারীদের নিয়ে প্রচারে অংশ নেন।

গণসংযোগ মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পৌঁছালে যুক্ত হন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল ইসলাম ও ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুর রহমান খান (ব্যাডমিন্টন প্রতীক) ও তাঁর সমর্থকেরা। এ সময় গণসংযোগ হাজার হাজার কর্মী-সমর্থকের মিছিলে রূপ নেয়। অনেকে নির্বাচনী আচরণবিধি ভেঙে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। নেতা-কর্মীদের বড় জমায়েতের কারণে রাস্তায় যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।

দুপুরের দিকে তাবিথ আউয়ালের গণসংযোগে যুক্ত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তাঁরা মিরপুর ৬ নম্বরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পথসভা করেন। সেখানে আবদুল মঈন খান বলেন, ‘বিনা ভোটে নয়, মানুষের ভোটে নির্বাচিত হতে চায় বিএনপি। আপনারা ১ ফেব্রুয়ারি ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন।’ আ স ম আবদুর রব ভোটারদের উদ্দেশে বলেন, ‘এবার ভোট চোরদের হাত কেটে দিতে হবে। আপনারা ভোট দিতে যাবেন, নিজের ভোট নিজে প্রয়োগ করবেন।’

এ ছাড়া আগে থেকেই প্রচারে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, জয়নাল আবদীন ফারুক, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিকী সাজু প্রমুখ।