কালাইয়ে বাস খাদে নারী নিহত, আহত অন্তত ২০

কালাইয়ে বাস খাদে পড়ে এক নারী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হন। জয়পুরহাট, ২০ জানুয়ারি: ছবি: প্রথম আলো
কালাইয়ে বাস খাদে পড়ে এক নারী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হন। জয়পুরহাট, ২০ জানুয়ারি: ছবি: প্রথম আলো

জয়পুরহাটের কালাই উপজেলায় দূরপাল্লার বাস খাদে পরে এক নারী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের সরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি। তিনিও বাসের যাত্রী ছিলেন। আনুমানিক তাঁর বয়স ৩৫ বছর হবে। আহতদের মধ্যে ১৭ জনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক শাহীন রেজা। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও পুলিশের পাশাপাশি স্থানীয়রা অংশ নিয়েছেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান প্রথম আলোকে বলেন, হানিফ পরিবহনের এই বাসটি জয়পুরহাটের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে এসেছিল। বিপরীত দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যানকে জায়গা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। ঘটনার পরপরই চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। তিনি বলেন, ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক যাত্রী প্রথম আলোকে বলেন, বাসটিতে ৩০ থেকে ৩৫ জন ছিলেন। অন্যরা এর আগের স্টেশনগুলোতে নেমেছে। সরেজমিনে দেখা যায়, বাসটি খাদে পড়ে উল্টে আছে।