ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়াতে বিল

জাতীয় সংসদ
জাতীয় সংসদ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় বাড়াতে ভোটার তালিকা (সংশোধন) বিল জাতীয় সংসদে তোলা হয়েছে। এতে হালনাগাদ কার্যক্রমের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন করা হয়েছে।

বিলে ভোটার তালিকা হালনাগাদের সময়কাল ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির পরিবর্তে ২ জানুয়ারি থেকে ২ মার্চ করার প্রস্তাব করা হয়েছে।

আজ সোমবার সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বিলটি সংসদে তোলেন। পরীক্ষা–নিরীক্ষা করে তিন দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দিতে বিলটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

সড়ক পরিবহন করপোরেশন বিল সংসদে গতকাল সড়ক পরিবহন করপোরেশন বিল-২০২০ সংসদে তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৯৬১ সালের অধ্যাদেশ বাতিল করে নতুন এই আইন করা হচ্ছে। এতে বিশেষ পরিস্থিতিতে যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।