খিলক্ষেতে মাদক মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত: র্যাব

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলক্ষেতে মাদক মামলার এক আসামি গতকাল সোমবার রাতে র‌্যাব-১-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তাঁর নাম আনোয়ার হোসেন (৩৪)।

র‌্যাব-১ জানিয়েছে, গতকাল রাত সোয়া ২টার দিকে খিলক্ষেত থানার বড়ুয়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে আনোয়ার নিহত হন। র‌্যাবের এক সদস্যও এ সময় আহত হন। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, নিহত আনোয়ার একজন মাদক চোরাকারবারি। তাঁর বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনে ১৮টি মামলা আছে।

র‌্যাব-১-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, র‌্যাবের একটি টহল দল গতকাল রাতে বড়ুয়া এলাকায় গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। মাদক ব্যবসায়ীরা এ সময় পালিয়ে যান। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে ওই অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।