বৃদ্ধ লোকটি যাবেন কোথায়

প্রায় এক মাস ধরে হাসপাতালের বারান্দায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ মো. ইউসুফ। ছবিটি আজ মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা। ছবি: আব্বাস হোসাইন
প্রায় এক মাস ধরে হাসপাতালের বারান্দায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ মো. ইউসুফ। ছবিটি আজ মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা। ছবি: আব্বাস হোসাইন

দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন বৃদ্ধ মো. ইউসুফ (৬০)। সুস্থ হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। কিন্তু তিনি হাসপাতাল ত্যাগ করেননি। থাকার কোনো জায়গা নেই বলে হাসপাতালের বারান্দাতেই দিন কাটাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের বারান্দার এক কোনায় ভাঙা একটি খাটে বসে খাবার খাচ্ছেন বৃদ্ধ ইউসুফ। খাওয়া শেষ করার পর বললেন, এক মাস আগে সড়ক পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাঁ পায়ে আঘাত পান। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে কোনো সেবা না পাওয়ায় এক চিকিৎসকের পরামর্শে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন। তাঁর পরিবার নেই, থাকার কোনো জায়গাও নেই। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিলেও হাসপাতাল ত্যাগ করছেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পায়ে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তির পর তাঁকে চিকিৎসা দেওয়া হয়। তিনি সুস্থ হয়ে উঠেছেন। তাঁকে ছাড়পত্র দেওয়ার পরও তিনি হাসপাতাল ত্যাগ করেননি। মানবিক কারণে তাঁকে কিছু করা যাচ্ছে না। তাঁকে নিয়ে বিপাকে পড়েছেন হাসপাতালের চিকিৎসকেরা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে কোনো দুস্থ রোগী ভর্তি থাকলে ওষুধপথ্য ও প্রয়োজনে অন্যান্য সহযোগিতা দিয়ে থাকি। আমরা দেখছি বৃদ্ধ লোকটিকে এ রকম কোনো সহযোগিতা দেওয়া যায় কি না।’