সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের সাবেক এপিএসকে দুদকে তলব

দুদক
দুদক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মীর মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংস্থার উপপরিচালক মো. সামছুল আলম তাঁকে তলব করে চিঠি পাঠান।

দুদক সূত্র আজ বুধবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। মোশাররফকে আগামী ২৭ জানুয়ারি সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন সরকারি হাসপাতালে মালামাল সরবরাহের সহায়তার মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। মোশাররফ এখন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক (প্রশাসন)।

সম্প্রতি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আরিফুর রহমান সেখকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। তবে তলব করে চিঠি দেওয়ার পরদিনই গত ১৫ জানুয়ারি তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরিফুর সেখকে কাল বৃহস্পতিবার দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে।