খাগড়াছড়িতে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে শাহ আলমকে (৫৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর দীঘিনালার রশিকনগর এলাকায় যৌতুক না পেয়ে কোহিনুর বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী শাহ আলম। ২৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় নিহত কোহিনুরের ছোট ভাই আলম মিয়া বাদী হয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর দীঘিনালা থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের তিন মাস পর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ঘটনার পর থেকে আট বছর পলাতক থাকার পর ২০১৭ সালের ১০ জুন পুলিশের হাতে ধরা পড়েন শাহ আলম।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, আদালত রাষ্ট্রপক্ষের ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।