নিখোঁজ সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেল কেরানীগঞ্জে

ওমর ফারুক। ছবি: সংগৃহীত
ওমর ফারুক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী ওমর ফারুককে বুধবার রাতে পাওয়া গেছে। রোববার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার রাতে ওমর ফারুকের স্ত্রী তাহিয়া তাসনীম মুঠোফোনে প্রথম আলোকে স্বামীর ফিরে আসার খবর জানান।
তাহিয়া বলেন, ওমর ফারুক চোখ ও হাত পা বাঁধা অবস্থায় কেরানীগঞ্জে পড়েছিলেন। ওই অবস্থায় এক ব্যক্তিকে ডেকে তিনি তাঁর ভাইকে ফোন করেন। পরে আত্মীয় স্বজনেরা কেরানীগঞ্জে যান। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি বাসায় ফেরেননি।

ওমর ফারুক তাঁর স্ত্রীকে বলেছেন, তাঁকে (ওমর ফারুককে) অপহরণ করা হয়েছিল। রোববার দুপুরে তিনি মগবাজার থেকে বায়তুল মোকাররমে ব্যবসায়ের কাজে যাচ্ছিলেন। কে কীভাবে তাঁকে অপহরণ করে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
ওমর ফারুক নিখোঁজের ঘটনায় হাতিরঝিলে সাধারণ ডায়েরি করেছিল তাঁর পরিবার।