হাওরে বোরোর আবাদ

>সিলেটে হাওরগুলোর পানি কমছে। জেগে ওঠা জমিতে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সেখানকার কৃষকেরা। বীজতলা থেকে চারা তুলে তা বুনে দিচ্ছেন ধানের জমিতে। এ নিয়ে দারুণ ব্যস্ততা তাঁদের। সিলেট সদরের বাইশটিলার অনাবিল থেকে তোলা ছবি নিয়ে এই ছবির গল্প।
হাওরের বিস্তীর্ণ জমিতে চলছে ধানের আবাদ
হাওরের বিস্তীর্ণ জমিতে চলছে ধানের আবাদ
বীজতলা থেকে চারা তুলে বস্তায় ভরছেন কৃষক
বীজতলা থেকে চারা তুলে বস্তায় ভরছেন কৃষক
চাষ দেওয়া জমিতে রাখা হয়েছে চারা
চাষ দেওয়া জমিতে রাখা হয়েছে চারা
বীজতলা থেকে চারা তুলছেন দুই কৃষক
বীজতলা থেকে চারা তুলছেন দুই কৃষক
চারা তুলে আঁটি বেঁধে রাখা হচ্ছে
চারা তুলে আঁটি বেঁধে রাখা হচ্ছে
চারা নিয়ে কৃষকদের ব্যস্ততা
চারা নিয়ে কৃষকদের ব্যস্ততা
বীজতলা থেকে চারা নিয়ে যাচ্ছে শিশু
বীজতলা থেকে চারা নিয়ে যাচ্ছে শিশু
সেচের কাজে ব্যস্ত শিশু
সেচের কাজে ব্যস্ত শিশু