পারাবতে অগ্নিকাণ্ড, এক ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সুমন মোল্লা
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: সুমন মোল্লা

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীবাহী পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আজ শুক্রবার সকাল ৮টা ৩৮ মিনিটে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছানোমাত্র পাওয়ার কারে (বগি) আগুন লাগে। এতে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা সাকরিয়া হায়দার প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে আগুন নেভানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানার জন্য অনুসন্ধান চলছে।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মাইনুল হক প্রথম আলোকে জানান, সকাল ১০টার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।