সিলেটে ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন

সিলেট নগরের পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় সংগীত পরিবেশনের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মোতালিব হোসেন সুলতান।

এ সময় ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড ২০২০’-এর পতাকা ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক গোলাম দস্তগীর আল কাদেরী।

সিলেটে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ
সিলেটে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ

উদ্বোধনী বক্তৃতায় মো. মোতালিব হোসেন সুলতান বলেন, ‘পদার্থ বিজ্ঞানকে ভালোবেসে শিক্ষার্থীরা শীত উপেক্ষা করে জড়ো হয়েছে। এটা খুবই ইতিবাচক একটি বিষয়। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের প্রতি ভালোবাসা বোধ জাগাবে।’

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা এক ঘণ্টার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কক্ষে প্রবেশ করে। এ, বি ও সি ক্যাটাগরিতে এই অলিম্পিয়াড হচ্ছে।

এ ক্যাটাগরিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির, বি ক্যাটাগরিতে অষ্টম ও নবম শ্রেণির এবং সি ক্যাটাগরিতে দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লিখিত ও বহু নির্বাচনী পরীক্ষার মাধ্যমে।

সিলেটের আঞ্চলিক পর্বে প্রায় পাঁচ শ শিক্ষার্থী অংশ নিয়েছে।

সিলেটে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ
সিলেটে ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধন হয়েছে। ছবি: আনিস মাহমুদ

প্রতিযোগিতামূলক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে। সেরা প্রশ্নকারীদের জন্য থাকবে পুরস্কার। আর এসব প্রশ্নের জবাব দেবেন শিক্ষক-গবেষকেরা।

সবশেষে হবে সমাপনী ও পুরস্কার বিতরণ পর্ব।

আঞ্চলিক পর্বে বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পর্বে অংশ নিতে পারবে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি আয়োজিত এই অলিম্পিয়াডে পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। ব্যবস্থাপনায় রয়েছে প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে বিজ্ঞান চিন্তা ও কিশোর আলো। সহযোগিতায় রয়েছে প্রথম আলো বন্ধুসভা সিলেট।