মাগুরায় 'ডাকাতের' গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাগুরা সদর উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বরই গ্রামের স্লুইসগেট এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মিন্টু গাজী (৪২)। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে।

পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। নিজেদের মধ্যে ‘গোলাগুলিতে’ তিনি নিহত হয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রামবাসী ‘গোলাগুলির’ শব্দ শুনতে পায়। পরে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে বরই ব্রিজের নিচে গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তির মাথায় গুলির চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, দুটি গুলির কার্তুজ ও দুটি দা উদ্ধার করেছে পুলিশ।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে মাগুরা, ফরিদপুর ও যশোরের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে।