খালেদা জিয়ার মুক্তির জন্য 'বিশেষ আবেদনের' কথা ভাবছে পরিবার

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান পরিবারের সদস্যরা। ছবি: আশরাফুল আলম
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে বিএসএমএমইউতে যান পরিবারের সদস্যরা। ছবি: আশরাফুল আলম

বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছে তাঁর পরিবার। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর বোন সেলিমা ইসলাম এ কথা জানান।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করবেন কি না? জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘আমরা ভাবছি, আমরা আবেদন করব। তবে এটা এখনো ঠিক করিনি।’ তবে তিনি বলেন, খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা, তা বেশি দিন থাকলে তাঁকে জীবিত বাসায় নিয়ে যাওয়া সম্ভব হবে না।

সেলিমা ইসলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন, ‘অবস্থা খুব খারাপ। সে শুধু বমি করছে। গায়ে জ্বর আছে। ব্যথায় কাতরাচ্ছে। বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে এটা সম্ভব না।’

এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের বোন বলেন, এখানকার ডাক্তারদের চিকিৎসা কোনো কাজ করছে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সেলিমা ইসলাম বলেন, তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এ হাসপাতালে এক বছরের কাছাকাছি সময় রয়েছেন। কিন্তু তাঁর শরীরের কোনো উন্নতি হচ্ছে না। নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা? জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁর ছোট ভাই শামীম এস্কান্দর ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দর, আরেক ভাই সাইদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজার নাম সাক্ষাৎপ্রার্থীর তালিকায় দেওয়া হলেও কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। তাই তিনি দেখা করতে গেলেও ঢুকতে দেওয়া হয়নি।