মিয়ানমার আইসিজের আদেশ মেনে চলবে আশা আইনমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে আইনমন্ত্রী বক্তব্য দেন। ছবি: প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে আইনমন্ত্রী বক্তব্য দেন। ছবি: প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছেন এতে রোহিঙ্গা নাগরিকদের তাদের দেশে প্রত্যাবর্তনের একটা পথ খুলে যাবে। তিনি আশা করেন, আইসিজের এ আদেশ মিয়ানমার মেনে চলবে।

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ঢাকায় কসবা উপজেলা সমিতির শিক্ষা বৃত্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই রায় পৃথিবীর সব মুক্তিকামী ও শান্তিপ্রিয় জনগণের কাছে অত্যন্ত সুস্পষ্ট, এটিকে সবাই স্বাগত জানিয়েছেন।

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, এটি একটি দেউলিয়া দল। বিএনপি বাংলাদেশের জনগণকে ভালোবাসে না, বাংলাদেশের ইতিহাস মানে না। মন্ত্রী তাদের সাবধান করে দিয়ে বলেন, ‘আমাদের ধৈর্যচ্যুত করবেন না। তাহলে আমরাও সমুচিত জবাব দেব।’

মাধ্যমিক পর্যায়ের ২৫৬ জন ও উচ্চ শিক্ষায় ২৭ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো
মাধ্যমিক পর্যায়ের ২৫৬ জন ও উচ্চ শিক্ষায় ২৭ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ছবি: প্রথম আলো

কসবা উপজেলা সমিতির সভাপতি কবির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

সমিতির শিক্ষা প্রকল্প থেকে মাধ্যমিক পর্যায়ের ২৫৬জন মেধাবী কৃতি শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষায় ২৭জন কৃতি শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে।

এর আগে সকালে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ওনারা (বিএনপি) ভোট কারচুপি’র রাজত্ব সৃষ্টি করেছিলেন, এটা থেকে বের হয়ে আসার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আনা হয়েছে।