পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে: তাপস

রাজধানীর নারিন্দা এলাকায় নির্বাচনী প্রচার চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঢাকা, ২৪ জানুয়ারি। ছবি: দীপু মালাকার
রাজধানীর নারিন্দা এলাকায় নির্বাচনী প্রচার চালান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। ঢাকা, ২৪ জানুয়ারি। ছবি: দীপু মালাকার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করা হবে।

গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকার গড়িয়ার মঠ সংলগ্ন মোড়ে নির্বাচনী প্রচার চালানোর সময় আজ শুক্রবার তিনি এ সব কথা বলেন।

শেখ ফজলে নূর বলেন, ‘পুরান ঢাকায় অনেক খাল আছে যেগুলো দখল করা হয়েছে। এই খালগুলো পানি উন্নয়ন বোর্ড দখলমুক্ত করতে পারেনি। আমরা সুন্দর ঢাকার আওতায় নিজস্ব উদ্যোগে এই খালগুলো উদ্ধার করে নান্দনিক বিনোদনকেন্দ্র স্থাপন করব।’

ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্যকে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে সংরক্ষণ করা হবে। ঐতিহ্যের ঢাকাকে আবার জীবিত করব, যেন বিশ্ববাসী পর্যটক হিসেবে এসব ঐতিহাসিক স্থানে এসে উপভোগ করতে পারেন।’

এ সময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ দলের কেন্দ্রীয়, মহানগর এবং স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।