আইএসও সনদ পেল ঢাকার আইভ্যাক

আইএসও সনদ গ্রহণ করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
আইএসও সনদ গ্রহণ করছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি। ছবি: সংগৃহীত

ভিসা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ পেয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভিসা কেন্দ্রটি গতকাল বৃহস্পতিবার ওই সনদ পেয়েছে।

আজ শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন টুইটারে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের টুইটারে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) মানসম্মত সেবা নিশ্চিত করায় আইএসও ৯০০১: ২০১৫ সনদ লাভ করেছে।’