২০ টাকা পাওনার জেরে বৃদ্ধ নিহত, আটক ২

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ টাকা পাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ হলেন বড়কাটা গ্রামের মুড়ি বিক্রেতা কুদ্দুস আলী (৬৪)। এ ঘটনায় পুলিশ একই গ্রামের বাসিন্দা ও মুড়ি বিক্রেতা আব্বাস মিয়া (২৮) ও তাঁর স্ত্রী রাহেনা বেগমকে (২২) আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুদ্দুস আলীর কাছে আব্বাস মিয়ার ২০ টাকা পাওনা ছিল। আজ দুপুরে পাওনা টাকা আদায় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ সময় আব্বাস মিয়ার কিলঘুষিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কুদ্দুস আলী। খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্বাস মিয়া ও তাঁর স্ত্রীকে আটক করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় প্রতিপক্ষের হাতে কুদ্দুস আলী মারা যান। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। থানায় এখনো কোনো মামলা হয়নি। নিহত বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।